Wildlife Ebook

Wildlife Ebook
***


কিছুদিন আগে সিরিজের মতন অরণ্যের নিয়ম ও জঙ্গলভ্রমন নিয়ে এই লেখা প্রকাশ করেছিলাম। অনেকে অনুরোধ করেছিলেন একসাথে লেখাটা দিতে। ই-বুক আকারে, চ্যাপ্টার অনুযায়ী, ছবি সহ এই লেখা আবার প্রকাশ করলাম। লিংকে ক্লিক করে পড়তে পারবেন।
http://anyflip.com/ibmg/gqlc
অরণ্য ও অরণ্যপ্রাণীদের প্রতি অদম্য ভালোবাসা আমাকে বার বার চুম্বকের মতন টেনে নিয়ে গেছে ভারতের নামজাদা জঙ্গলের একেবারে অন্দরমহলে । অনেকসময় আমি দেখেছি, অনেকে জঙ্গলে হয়তো যান, কিন্তু অরণ্যভূমির এবং বন্যপ্রাণ সম্বন্ধে সম্যক ধারণা থাকে না । বহু বছরের অভিজ্ঞতা ও জঙ্গলের সাথে আত্মিক যোগাযোগ থাকার দরুন খুব সাধারণ কিছু বিষয় আমার লেখায় তুলে ধরার চেষ্টা করেছি সহজবোধ্য ভাষায়, যাতে সকলে জঙ্গল ট্রিপ করার সময় কিছু বিষয়ে আগেই ধারণা করে নিতে পারেন ।
জঙ্গলকে জানা মানে শুধু কোথায় বাঘ, সিংহ দেখতে পাবো, সেই টুকুই জানা নয় । অরণ্য প্রকৃতিকে জানা ও তাকে যথেষ্ট সন্মান দেওয়া আমাদের অব্যশ্য কর্তব্য ।
--------------
Click the link of the publication page. http://dipankarroywildlife.blogspot.com/p/blog-page.html
Please scroll down to the bottom of this page and click to wildlife ebook > Download PDF option.

Comments